ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মানিকগঞ্জে শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নি সংযোগ

IMG
12 September 2024, 3:43 PM

মো. ইউসুফ আলী, বাংলাদেশ গ্লোবাল: টোল আদায় বন্ধের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল প্লাজায় কাউন্টার ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধে পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়ে যায়। কিন্তু গত ৬-৭ দিন ধরে আবার নতুন করে টোল আদায় শুরু হয়।

টোল আদায় বন্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে সকাল ১০টার দিকে টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি অনুযায়ী প্রথমে ছাত্র-জনতা ওই টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এক পর্যায়ে টোল আদায়ের টিকিট কাউন্টারে বিক্ষুদ্ধ জনতা হামলা চালিয়ে ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে। এসময় এই আঞ্চলিক মহাসড়কে প্রায় একঘন্টা পরিবহন চলাচল বন্ধ থাকে।

পরে খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা টোল প্লাজায় গিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করে এবং একঘন্টা ধরে মহাসড়কে আটকে থাকা পরিবহন চলাচলের ব্যবস্থা করেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন