ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

IMG
13 September 2024, 12:16 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় সংস্থার ছয়জন কর্মীসহ ১৮ জন নিহত হয়। ওই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানায়। খবর আল জাজিরার।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস আল-জাউনি স্কুলে হামলার পর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলে ভয়াবহ সহিংসতা বন্ধ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজায় বসবাসকারীদের প্রায় ২৫ শতাংশ মানুষ ইসরায়েলের যুদ্ধে আহত হয়েছে। কমপক্ষে ২২ হাজার ৫০০ ফিলিস্তিনি জীবন পরিবর্তন হওয়ার মতো আঘাত পেয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসারায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়। যখন ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল। এরপর গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ১১৮ জন নিহত এবং ৯৫ হাজার ১২৫ জন আহত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন