ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বিতর্কে কমলার বিরুদ্ধে আমি জিতেছি: ট্রাম্প

IMG
13 September 2024, 12:21 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক টেলিভিশন অনুষ্ঠানে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন বলে দাবি করে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “জরিপে এটা স্পষ্ট যে, মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র-বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি জিতেছি। আর তিনি এরপরই আবার বিতর্কের আহ্বান জানিয়েছেন। যখন কেউ লড়াইয়ে হেরে যায়, তখন তাঁর মুখ থেকে প্রথমেই বের হয়- আমি আবার নতুন করে লড়াই করতে চাই।”

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রিপাবলিকান দলের এই প্রার্থী।

এর আগে গত জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ক অনুষ্ঠিত হয়। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেওয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় এ বিতর্কের আয়োজন করেছিল টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ। ওই বিতর্ক টেলিভিশনে দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা।

মঙ্গলবারের বিতর্কে কমলার আক্রমণে অনেকটা রক্ষণাত্মক অবস্থানে চলে যান ট্রাম্প। সিএনএনের একটি জরিপ বলছে, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তাঁর পয়েন্ট ৬৩। অন্যদিকে ট্রাম্পের ৩৭। আর ইউগভের জরিপ অনুযায়ী, বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন