ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বেতনসীমায় রিয়ালের ধারেকাছেও নেই বার্সেলোনা

IMG
13 September 2024, 2:57 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আর্থিক সংকটে ভুগতে থাকায় গত মৌসুমে ফুটবল ক্লাব বার্সেলোনার বেতনসীমা ২৭০ মিলিয়ন ইউরো থেকে ২০৪ মিলিয়নে নামিয়ে দেয় লা লিগা। তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে এই সীমায় বড় লাফ দিয়েছে কাতালুনিয়া জায়ান্টরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ফুটবল ক্লাবগুলোর বেতনসীমার তালিকা প্রকাশ করেছে লা লিগা। এতে দেখা যায়, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ক্লাবটির বেতনসীমা দ্বিগুণের বেশি বেড়ে ৪২৬ মিলিয়ন ইউরোতে উঠেছে।

তবে ৭৫৪ মিলিয়ন ইউরো নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত বছর তাদের বেতনসীমা ছিল ৪৯৩ মিলিয়ন ইউরো। এছাড়া ১৪ মিলিয়ন বেড়ে চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের বেতনসীমা দাঁড়িয়েছে ৩১০ মিলিয়ন ইউরোতে।

তবে বেতনসীমা বাড়লেও এখনও ফাইনান্সিয়াল ফেয়ার প্লেতে ১:১ নিয়মের মধ্যে আসতে পারেনি ক্লাবটি। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কথা অনুসারে শিগগিরই ১:১ এ ফিরবে ক্লাবটি। এর জন্যে ক্রীড়া ব্র্যান্ড নাইকির সঙ্গে একটি বড় অঙ্কের স্পন্সরশিপ চুক্তির চেষ্টা চালাচ্ছে তারা। সেটি সফল হলে শীতকালীন দলবদলের মৌসুমের আগেই ক্লাবটি খেলোয়াড় কেনার যোগ্যতা অর্জন করবে বলে আশা লাপোর্তার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন