ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে: সারজিস আলম

IMG
15 September 2024, 6:19 PM

মানিকগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে। তার বিচার না হলে রাষ্ট্রের অন্য একজনের বিচারও প্রশ্নবিদ্ধ হবে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে

সারজিস আলম বলেন, যে কালপিটগুলো দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার হতে হবে। যাতে হুমকিতো দূরে থাক কিছু বলার স্পর্ধাও না দেখায়।

২০২৪ এর ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারাও মুক্তিযোদ্ধা, একেকজন বীর। তাদের দ্রুত স্বীকৃতি ও সহযোগিতা করা রাষ্ট্রের কর্তব্য। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নৈতিক দায়বদ্ধতার জায়গা রয়েছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন