ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কৃষি, রবীন্দ্র ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

IMG
19 September 2024, 6:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ভুঁইয়া।

চার বছরের জন্য তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

একই দিন আলাদা আলাদা প্রজ্ঞাপনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তারাও চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।

এর মধ্যে সিরাজঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম হাসান তালুকদার।আর ঢাকার মোহাম্মপুরের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম।

রাজনৈতিক পটপরিবর্তনে উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের পদত্যাগের হিড়িকের মধ্যে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। পরে অন্তর্বর্তী সরকার উপাচার্যসহ অন্যান্য পদে দায়িত্ব দেওয়া শুরু করে।

ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালসহ বেশ কয়েকটি শিক্ষালয় ইতোমধ্যে উপাচার্য পেয়েছে।



সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন