ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

জামালপুরে জাল দলিল তৈরী করে জমি আত্মসাতের অভিযোগ

IMG
21 September 2024, 3:20 PM

আলী আকবর, বাংলাদেশ গ্লোবাল: জামালপুরে জাল দলিল তৈরী করে শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের একাংশের ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কর্মচারী শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন জমির প্রকৃত মালিক দাবিদার হযরত আলী মার্কেটের প্রতিষ্ঠাতা মৃত হযরত আলীর ছেলে জিলহজ আলী নাদু।

জিলহজ আলী নাদুর দাবি শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের শক্তি ঔষধালয় দোকান ঘর ও জমির পৈত্রিক সূত্রে দলিল মূলে মালিক হয়ে ভোগদখলে থাকলেও অভিযুক্ত শাহানা বেগম পৌর ভূমি অফিসে চাকুরীর সুবাদে প্রভাব খাটিয়ে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর জালিয়াতি করে পয়েন্ট ৯ শতাংশ জমির ভূয়া দলিল প্রস্তুত এবং সেই জমি তারা স্বামীর রেজাউল করিমের নামে রেজিস্ট্রি করে দেন। শাহানা বেগম অবৈধ ভাবে ভূয়া নামজারী ও জমা খারিজ করেন।

ভুক্তভোগী জিলহজ আলী নাদু পৈতৃক সম্পত্তি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

শহানা বেগম সাংবাদিকদের বলেন, অভিযোগকারী জিলহজ আলী নাদু একাধিকবার এ জমির দলিল বাতিলের মামলা করেও সফল হতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন