ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৩

IMG
21 September 2024, 8:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন। আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৮ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২,৭০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১২৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন। আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন