ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG
22 September 2024, 11:38 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আলোক স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয় একটু আগেভাগেই। রাতে বৃষ্টিও হয়েছে। তবে চতুর্থ দিনের সকালে নেই বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে খেলা।

তবে মেঘ রয়েছে আকাশে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভারতীয় পেসারদের সামলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের। আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। শান্ত ৫১ ও সাকিব ৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ৫১৫ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকির হাসান–সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ভারতের মাটিতে সর্বোচ্চ ৬২ রানের ওপেনিং জুটি ভাঙেন জসপ্রিত বুমরা।

৪৭ বলের ইনিংসে ৫ চার ১ ছক্কায় ৩৩ রান করেন জাকির। আরেক ওপেনার সাদমান, অশ্বিনের বলে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন (৬৮ বলে ৩৫)। এর পর বেশি সময় ক্রিজে টিকতে পারেননি মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এ দুজনকে সাজঘরে ফেরান অশ্বিনের বলে। মুশফিক আউট হন মিডঅনে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে। আর লাইন মিস করে বোল্ড হন মুমিনুল।

ভারতের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। টাইগারদের হাতে রয়েছে ৬ উইকেট।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন