ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৪ জনের মৃত্যু

IMG
23 September 2024, 12:16 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল:যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে গণহারে গোলাগুলির ঘটনায় চারজন মারা গেছেন। আরও ১৮ জন আহত হয়েছে। বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানান, শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর গুলি চালায়।

স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দুই পুরুষ এবং এক নারীর মরদেহ উদ্ধার করেন। গুলিবিদ্ধ একজন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বার্মিংহাম পুলিশ জানিয়েছে।

অপরাধীরা একটি গাড়িতে করে ঘটনাস্থলে এসে গুলি চালায় এবং পালিয়ে যায়। এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। অপরাধীদের খুঁজতে কাজ করে যাচ্ছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এফবিআই এবং অন্যান্য ফেডারেল এজেন্সির সঙ্গে এ বিষয়ে কাজ করছে। এই ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনা সম্পর্কিত ছবি এবং ভিডিও জমা দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন