ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাঙ্গামাটিতে জেলা বিএনপির নেতাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

IMG
23 September 2024, 2:07 PM

রাঙ্গামাটি, বাংলাদেশ গ্লোবাল: রাঙ্গামাটি জেলায় সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সঙ্গে কথা বলেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের বনরুপা হ্যাপিড় মোড় এলাকা থেকে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করে বনরুপা বাজার, ক্ষতিগ্রস্ত বনরুপা মসজিদ, মৈত্রী বিহারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো: মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বাসসকে জানান, পরাজিত শক্তিরাই পাহাড়ে সাস্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং এ ধরেনর অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, রাঙ্গামাটিতে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ী ও পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের পাশে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাস প্রদান করেছি।

তিনি আরো বলেন, বিএনপি সাস্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা চাইনা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। জেলা বিএনপির পক্ষ থেকে জেলার ১০উপজেলায় বিএনপির পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ করা হবে বলে জানান তিনি।

বর্তমানে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন