ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে খুন, গ্রেফতার ১

IMG
23 September 2024, 2:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. মিরাজ মোল্লা। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নাছির রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার ভাইসহ মোটরসাইকেলে মোহাম্মদপুরের রায়ের বাজার বেড়িবাঁধ দিয়ে যাচ্ছিলেন। তিন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কয়েক জন ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে নাছিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতরভাবে জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই সুমন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় ২২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা রুজু হয়। মিরাজ মোল্লা উক্ত মামলার এজাহার নামীয় আসামি।

পুলিশ আরও জানায়, মামলাটি তদন্তকালে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মিরাজ মোল্লাকে মোহাম্মদপুর এলাকা হতে রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ মোল্লা এলাকার এলেক্স ইমন গ্রুপের সদস্য। এই গ্রুপ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত মিরাজ মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি দস্যুতার মামলাও রয়েছে।

নাসির হত্যার সঠিক কারণ উদঘাটন করতে ও অন্যান্য আসামিকে গ্রেফতার করতে তদন্ত কার্যক্রম চলছে বলেও জানায় পুলিশ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন