ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার

IMG
23 September 2024, 4:11 PM

নরসিংদী, বাংলাদেশ গ্লোবাল: নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ভাঙা অ্যামুনেশন বক্সসহ উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত ) সামিউল হকের কাছে এসব গুলি হস্তান্তর করেন।

এ সময় সেনা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল খবর পেয়ে একটি ভাঙ্গা এ্যামুনেশন বক্সসহ ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এগুলো গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া গুলি বলে ধারণা করছে সেনাবাহিনী।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন