ঢাকা      শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাজধানীর হাতিরঝিলে স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেফতার

IMG
26 September 2024, 2:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মো. রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হাতিরঝিল থানার দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি রনি। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে গতকাল বুধবার রাতে তুরাগ থানা এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেফতার করে।

২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এসময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন সাংবাদিক।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন