ঢাকা      শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৭ টন ইলিশ

IMG
26 September 2024, 7:00 PM

ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ গ্লোবাল: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩টি ট্রাকে করে সাত মেট্রিক টন বা ৭ হাজার ৩০০ কেজি ইলিশ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়।

কাস্টমস সুত্রে জানায়, বাংলাদেশি রফতানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন ও স্বর্ণালী ট্রেডার্স এবং আমদানি কারক ভারতীয় প্রতিষ্ঠান হিমপেক্স ইন্টারন্যাশনাল এ বাণিজ্য করছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করা হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, প্রতিবছর পূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করা হয়। এ বছরেও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন ইলিশ রফতানি হওয়ার কথা রয়েছে। ইলিশ রফতানির মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, আখাউড়া বন্দরে দিয়ে ইলিশ মাছ রফতানিতে বন্দর মাশুল পাবে। কাগজপত্রের কাজ শেষে যাতে দ্রুত ভারতে প্রবেশ করতে পারে সেজন্য সহযোগিতা করে যাচ্ছেন তারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন