ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩

IMG
28 September 2024, 1:04 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন ‘হেলেন’। এর প্রভাবে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি ঘড়বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। স্থলভাগে আঘাত হানার পর এটি উত্তর দিকে জর্জিয়া এবং ক্যারোলিনা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে গেছে।

ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকা থেকে পাওয়া স্থিরচিত্রে দেখা গেছে, বহু নৌযান উল্টে আছে, গাছ উপড়ে পড়েছে, পানিতে আটকা যানবাহন আর রাস্তাঘাট তলিয়ে গেছে।

বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, এই ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

যদিও হেলেন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে, আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে, তীব্র বাতাস, বন্যা, ভূমিধস এবং টর্নেডোর হুমকি অব্যাহত থাকবে।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস - ফ্লোরিডা উপকূলের কিছু অংশে ভূমির স্তর থেকে ১৫ ফুট বেশি উচ্চতায় পৌঁছেছে।

কিছু স্থানে এখনও ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই হারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানা ১৪তম সবচেয়ে শক্তিশালী ঝড়।

বিশাল আকারের কারণে, তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের প্রভাব ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলাইনা অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটির আকার প্রায় ৪২০ মাইল চওড়া।

এর আগে ২০১৭ সালে আঘাত হানা আইডা এবং ১৯৯৬ সালে আঘাত হানা ওপাল, উভয় ঝড়ের প্রস্থ ছিল ৪৬০ মাইল।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন