ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

তথ্য কমিশন সংস্কার করে তা জনকল্যাণে ব্যবহার করবে সরকার : তথ্য সচিব

IMG
28 September 2024, 8:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তথ্য অধিকার আইন সংস্কার করে তা জনকল্যাণে ব্যবহার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। আজ শনিবার তথ্য কমিশন অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মো. নজরুল ইসলাম বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। এ আইন স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশনে জনবল বৃদ্ধি করে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। একই সঙ্গে এ কমিশন ঢেলে সাজানো ও বিদ্যমান তথ্য আইনের সংশোধনেরও আহ্বান জানান তিনি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আ. হাকিম। সভাপতিত্ব করেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক এসএম কামরুল ইসলাম। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাপ্রধান ও প্রতিনিধিরা, একাডেমিসিয়ান এবং সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা সভায় উপস্থিত ছিলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন