ঢাকা      সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দলোনে নিহত শহীদ সাদের পরিবারের পাশে তারেক রহমান

IMG
30 September 2024, 8:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দলোনে নিহত সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ-এর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।

শহীদ সাদের শোকাহত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

আজ সোমবার (সেপ্টেম্বর ৩০, ২০২৪) বিকেলে ধামরাইয়ে আফিকুল ইসলাম সাদ-এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম ও মোহান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এডভোকেট আবু হানিফ, ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ পাঠান, যুগ্ম-আহবায়ক মীর আকিব, ইঞ্জিনিয়ার শাহিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল মাতবর, আলমগীর হোসেন, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আফিকুল ইসলাম সাদ গত
৫ আগস্ট ধামরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন। এরপর গত ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।▫️


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন