ঢাকা      বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
শিরোনাম

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

IMG
02 October 2024, 3:06 PM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন এ তথ্য জানান।

তিনি জানান, ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আবারও দুই দেশে মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে পানামা পোর্টে লোড-আনলোড কার্যক্রম চলমান আছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন