ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

IMG
24 October 2024, 10:36 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৫ সালে হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত নির্দেশনা অনুসারে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে ৩০ নভেম্বরের মধ্যে তিন লক্ষ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনো প্রাক-নিবন্ধন করেননি, তারা প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদেরকে যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

২০২৫ সালের হজ শুরু হবে ৬ জুন ২০২৫ (৯ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ জুন ২০২৫ (১০ জিলহজ)।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন