ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনায় জাতীয় কমিটি

IMG
24 October 2024, 1:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশব্যাপী বিদ্যুৎ নেটওয়ার্কের সম্প্রসারণের প্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) ভূমিকা পুনর্মূল্যায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির

অন্যান্য সদস্যরা হলেন, এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক খালেদ মাহমুদ।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিআরইবি ও পিবিএসের ভিত্তি দলিল এবং সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করা, বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ এবং প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা। এই পর্যালোচনার ভিত্তিতে একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ এবং আর্থিকভাবে টেকসই গ্রামীণ বিদ্যুতায়ন কাঠামোর সুপারিশ করা হবে।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং বিআরইবি ও পিবিএস তাদের প্রয়োজনীয় সব নথি সরবরাহ করবে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন