এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনায় বাধাসহ লাঞ্ছিত হতে হয়েছে নির্বাহি ম্যাজিষ্ট্রেটসহ অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক পরেশ চন্দ্র রায় সহ শহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনায় গেলে সেখানে বাধা প্রদান করেন স্থানীয় ব্যবসায়ী এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।
ব্যবসায়িদের অভিযোগ বাজারে অভিযান পরিচালনায় তাদের কোন সমস্যা নেই, তবে তারা এসে কোন প্রকার সর্তকবার্তা না দিয়েই জোর করেই জরিমানা চাপিয়ে দিচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে গেলে তাদের মাঝে বাকবিতন্ডা হয়, পরে এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকল কর্মকর্তাদের সাথে কে ধাক্কা-ধাক্কি শুরু হয়। এসময় ব্যাবসায়ীরা উচ্চ স্বরে কর্মকর্তাদের বাজার থেকে বের হয়ে যেতে বলেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কর্মকর্তাদের নিয়ে বাজার ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য না করে চলে যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com