ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

দুই দিনের জন্য বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

IMG
26 October 2024, 6:45 PM

যশোর, বাংলাদেশ গ্লোবাল: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোল। রোববার (২৭ অক্টোবর) পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কারণে আজ শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত দুই দিনের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পেট্রাপোলে টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। তবে ঘূর্ণিঝড় ডানার কারণে তা পেছানো হয়। অমিত শাহর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার ও রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা চিঠি মারফত জানান পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক কমলেশ শাহনি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ কথা ছিল। তবে পেট্রাপোল বন্দরে পণ্যজটের কারণে আজ শনিবার দুপুর ১ টা পর্যন্ত বাণিজ্য চালু রাখা হয়েছে। দুপুরের পর থেকে রোববার পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সাথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন