ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলএর গুদামের একতলা ভবনের ছাদ ধসে একজনের মৃত্যু। নিহত ওই ব্যক্তির নাম আমিন (২২)।
শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
তাৎক্ষণিক আহত ওই দুই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, গতকাল রাত ১২টার দিকে বিটিসিএল ভবনের ছাদ ধসে যায়। খবর পেয়ে রাতেই টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএল-এর একটি গুদাম রয়েছে।
গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। তখন এর নিচে চাপা পড়েন আমিন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com