ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

হাবিপ্রবির ক্রেডিট ফি বেড়ে দ্বিগুন, হিমশিম অসচ্ছল শিক্ষার্থীদের

IMG
27 October 2024, 11:10 AM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্রেডিট ফি বৃদ্ধির কারণে বাড়তি চাপে পড়েছেন অসচ্ছল শিক্ষার্থীরা। শুরুতে এ ফি ৭৫ টাকা থাকলেও সেটি বেড়ে ১২৫ টাকা হয়েছিল। এখন আরও বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় হাবিপ্রবির ক্রেডিট ফি অনেক বেশি, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে তারা অভিযোগ করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি ক্রেডিটে ফি দিতে হয় ৭৫ টাকা। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৮০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০৫, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮০, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৫ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ টাকা দিতে হয়।

প্রতি সেমিস্টারে প্রতিটি ক্রেডিটের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হয়। তিন ক্রেডিটের একটি কোর্সের জন্য ফি হয় ৪৫০ টাকা। আর একাধিক কোর্সের কারণে এ ফি প্রতি সেমিস্টারে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়। শিক্ষার্থীদের মতে, এ অতিরিক্ত খরচ মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সেমিস্টারে প্রতিটি ক্রেডিটের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হয়। তিন ক্রেডিটের একটি কোর্সের জন্য ফি হয় ৪৫০ টাকা। আর একাধিক কোর্সের কারণে এ ফি প্রতি সেমিস্টারে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়। শিক্ষার্থীদের মতে, এ অতিরিক্ত খরচ মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে।

রাকিবুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল নই। বাড়ি থেকে পড়াশোনার খরচ পাঠানোই অনেক কষ্টের ব্যাপার। ক্রেডিট ফি বাবদ এ অতিরিক্ত টাকা জোগানো আমাদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।’

এ নিয়ে খুব দুর্ভোগে আছে হাবিপ্রবির শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গির কবির বলেন, পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ের মতোই ছিল ক্রেডিট ফি। কিন্তু বিগত সময়গুলোয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির অনুমোদন সাপেক্ষে ক্রেডিট ফি ১২৫ থেকে ১৫০ করে। যেহেতু ইউজিসি থেকে অনুমোদন করা তাই আমাদের হাতে নেই।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন