ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

ঢাকায় পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, গুরুতর আহত ৩

IMG
27 October 2024, 6:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ রোরবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাত শিক্ষার্থীর ওপর উঠে যায়।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, ওই দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে, আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে সাতজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাদের ওপরে উঠে যায়।

গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। ‌

পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারের মালিক নিজেই গাড়ির চালক। তাকে থানায় নেওয়া হয়েছে।

আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন