ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৬০

IMG
29 October 2024, 11:17 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পূর্ব বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বালবেক অঞ্চলের অধিবাসী। বৈরুত থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।

হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে। তারা জানায়, ৬০ জনের মধ্যে অন্তত ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছে।

বালবেকের গভর্নর বাচির খোদর এই হামলাকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ বলে অভিহিত করেছেন। বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার সেখানে প্রচণ্ড হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা ছিল না।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির খবর অনুসারে, উপকূলীয় শহর টায়ারসহ ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানোর সময় তারা এখানে এসেছিল।
দুই প্রতিপক্ষের মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১.৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধে ৮ লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের মতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন