স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা।
ওপেনার টনি ডি জর্জি হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দুরে দাড়িয়ে। সকালের সেশনে পড়া একমাত্র উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
চট্টগ্রামে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং বেছে নেয়। প্রথম সেশনের প্রায় পুরোটা সময় জুড়ে অতিথি দল যেভাবে ব্যাটিং করেছে তাতে কখনোই মনে হয়নি বাংলাদেশের বোলিং তাদেরকে কোনো সমস্যায় ফেলছে। নিরাপদ ভঙ্গিতেই সামনে বাড়ে তারা। সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম আগের ম্যাচের ব্যর্থতা প্রায় কাটিয়ে উঠেছিলেন। উইকেটে সেট হয়েও যান। কিন্তু ৫৫ বলে ৩৩ রান করে যে কায়দায় তিনি আউট হন তাকে বলে সফট ডিসমিসাল। ওটা আসলে আউট হওয়ার মতো কোনো বল ছিল না। কিন্তু শটস খেলতে গিয়ে একটু দোটানায় পড়েন তিনি। মিডঅনে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরে আসেন। ওপেনার টনি ডি জর্জি ও ত্রিস্টান স্ট্যাবস দক্ষিণ আফ্রিকার ইনিংসকে একশ’র ওপর নিয়ে যান।
তবে সকালের সেশনে দলের দুই পেসারই উইকেট শূন্য রইলেন।
ঢাকা টেস্ট ৭ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে রয়েছে ১-০ তে। চট্টগ্রাম জিতে তারা সিরিজ ২-০ করতে চায়। সেটা সম্ভব হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ তাদের জন্যও উন্মুক্ত হবে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com