ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে সেনাবাহিনীর ৯টি দল এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট বুনিয়া সোহেলের খোঁজে অভিযান চালানো হয়। বিহারি ক্যাম্পে মাদকের সাম্রাজ্য চালায় সে। কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। ওই আস্তানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দলের ৭ সদস্যকে। সেইসঙ্গে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জেনেভা ক্যাম্পের মাদকব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে গত কয়েকদিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com