ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে ছাত্র-জনতার সঙ্গে সরকার পতনের শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল ইয়াছিন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইয়াছিন গুরুতর আহত হয়। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইয়াছিনের মা সাহিদা বেগম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইয়াছিন হত্যার সাথে জড়িত মোঃ মন্টু মিয়াকে বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com