ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান ফাহিম

IMG
31 October 2024, 10:03 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের প্রায় সকল ক্ষেত্রেই পরিবর্তনের হাওয়া লেগেছে। এরমধ্যে বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাতেও ছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য। ফলে এখানেও বড় পরিবর্তন এসেছে।

বিসিবির নেতৃত্ব পরিবর্তনের পর এবার পরিবর্তন আসছে গঠনতন্ত্রেও। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

একই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

একই সভায়, টানা তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর। আর ফাইনাল হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন