ঢাকা      সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
শিরোনাম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

IMG
04 November 2024, 1:08 PM

শরিয়তপু্র, বাংলাদেশ গ্লোবাল: পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত চারজনই মারা গেলেন।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সায়েম মাদবরও মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন