ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের পূর্বাভাবে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন।
নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন।
বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com