এসআই মিলন, গাইবান্ধা: হঠাৎ আকাশে হেলিকপ্টার। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই হেলিকপ্টারটি অবতরন করে। তা দেখতে এলাকার শিশু-কিশোর ও নানা বয়সের হাজারো নারী-পুরুষ উৎসুক জনতা ভীড় করেন। জানা গেলো, মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের পাঞ্জাব আলী মোল্লার ছেলে বাবুল রায়হান হেলিকপ্টারে করে বিয়ে করতে এসেছেন।
নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান, ঢাকায় লেখাপড়ার কারণে এই বর-কণের দেখা হয়। পরে পারিবারিকভাবে বর বাবুল রায়হান ও নাঈমা সুলতানা ঐশীর এই বিয়ে ঠিক হয় এবং দিনক্ষন নির্ধারন করা হয়। ছেলে ঢাকায় ব্যবসা করেন। তিনি আরও জানান, হেলিকপ্টারটি অবতরন করার পরে কনের বাবা ও তার আত্মীয়স্বজন বর ও বরযাত্রীকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন।
নলডাঙ্গা ইউনিয়ন বিবাহ রেজিষ্টার সাজ্জাদ হোসেন জানান, ১৬ লক্ষ টাকা দেন মোহরানা নির্ধারণ করে এই বিবাহ সম্পাদন করা হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com