ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার (৮ নভেম্বর) ঢাকায় জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত র্যালির আগে সমাবেশে এ কথা বলেন। পরে তিনি র্যালি উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, আজকের এই মিছিল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী যে জনতা, সেই জনতাকে জানাই শুভেচ্ছে।
৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন উল্লেখ করে বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না, ইনশা আল্লাহ। তিনি বলেন, লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে ৭ নভেম্বরের অন্তর্নীহিত শিক্ষায় দিক্ষীত করার মিছিল, এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র-জনতা এবং হাজারও শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি জেনে রাখুক আজ, এই মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়, বরং রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, নিজের অধিকার প্রতিষ্ঠার মিছিল, নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল।
পরে র্যালির উদ্বোধন করেন তিনি। র্যালিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। দলীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে র্যালিটি কাকরাইল, মৎস্য ভবন মোড়, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com