ঢাকা      বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে চীনা রোভার

IMG
10 November 2024, 11:11 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনা রোভার ঝুরং লাল গ্রহ মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চীনের ঝুরং রোভারের বিভিন্ন তথ্য ও প্রমাণের মাধ্যমে মঙ্গল গ্রহে কোনো এক সময়ে সমুদ্র ছিল বলে প্রমাণ করা যাচ্ছে। রোভারটি পৃথিবীর উপকূলরেখার মতো ভূতাত্ত্বিক গঠন খুঁজে পেয়েছে লাল গ্রহ মঙ্গলে। উপকূলরেখার অস্তিত্ব মঙ্গল গ্রহে অতীতে কোনো এক বিশাল সমুদ্রের উপস্থিতি ছিল বলে প্রমাণ করে। বিজ্ঞানীরা মনে করছেন, এই সাগর প্রায় ৩৬৮ কোটি বছর আগে সেখানে বিদ্যমান ছিল। এই সাগর তুলনামূলকভাবে দ্রুত বরফের সাগরে পরিণত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলে সমুদ্রের অস্তিত্বের কথা গ্রহটি যে আগে বাসযোগ্য ছিল বলে সেই প্রমাণকে জোরালো করবে।

চীনের ঝুরং রোভারের সাম্প্রতিক অনুসন্ধান বিশ্লেষণ করে সমুদ্রের তথ্য প্রকাশ করা হয়েছে। রোভারটি বিভিন্ন তথ্য ও তার চলার পথে নমুনার তথ্য পৃথিবীতে প্রেরণ করে। মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পৃথিবীর উপকূলরেখার মতো দেখা যায়। মঙ্গলের পলল আর আগ্নেয়গিরির কাদাসহ বিভিন্ন খাদের বৈশিষ্ট্য অতীতে সেখানে সমুদ্র ছিল বলে প্রমাণ করছে। নতুন এই সমুদ্রের খোঁজ মঙ্গল গ্রহে অতীতে উষ্ণ বায়ুমণ্ডলসহ মাইক্রোবায়াল জীবনের উপস্থিতির ধারণাকে শক্তিশালী করে তুলবে। সায়েন্টিফিক রিপোর্টস–এ সমুদ্রের তথ্য প্রকাশিত হয়েছে।

মঙ্গল গ্রহের দক্ষিণ ইউটোপিয়া প্ল্যানিটিয়ার মধ্যে অবস্থিত ভাস্টিটাস বোরিয়ালিস ফর্মেশন (ভিবিএফ) এ চায়না ন্যাশনাল স্পেস এজেন্সির (সিএনএসএ) ঝুরং রোভারের পাঠানো ডেটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিতে পেরেছেন মহাকাশ গবেষকরা। এর আগেও নাসা-র পার্সিভারেন্স রোভার এবং চিনের ঝুরং রোভার যে খবর পাঠিয়েছিল সেখান থেকে বোঝা গিয়েছিল কোটি কোটি বছর আগে নয়, মাত্র ৪ লক্ষ বছর আগেও মঙ্গলের বুক চিরে নদী প্রবাহিত হত।

চীনের ঝুরং রোভার প্রাচীন উপকূলরেখা নির্দেশ করে এমন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আবিষ্কার করে। হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বো উ বলেন, ‘আমরা অনুমান করছি, ইউটোপিয়া প্ল্যানিটিয়া নামের মঙ্গলের এলাকায় প্রায় ৩৬৮ কোটি বছর আগে বন্যা হয়েছিল। তখন সমুদ্র সম্ভবত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বরফ হয়ে গিয়েছিল। আমরা ধারণা করছি, প্রায় ৩৪২ কোটি বছর আগে সেই সমুদ্র অদৃশ্য হয়ে গেছে।’ আরেক বিজ্ঞানী সের্গেই ক্রাসিলনিকভ বলেন, সমুদ্র সম্ভবত পলি দিয়ে ভরাট হয়ে যায়।

চিনের ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস-এর স্কুল অফ আর্থ সায়েন্সেসের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক জিয়াও লং বলেছেন, "যখন আমরা সেই ক্যামেরাগুলি থেকে পাঠানো ফটোগুলি পরীক্ষা করে দেখছি, আমরা দেখতে পেয়েছি যে এই শিলাগুলি আলাদা স্তরের কাঠামো দিয়ে তৈরি। যা মঙ্গল পৃষ্ঠে পাওয়া সাধারণ আগ্নেয় শিলা বা বায়ু দ্বারা প্রবাহিত বালি জমার দ্বারা গঠিত স্তরের কাঠামোর থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা।"

আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতো মঙ্গল গ্রহ প্রায় ৪৫০ কোটি বছর আগে গঠিত হয়েছিল। এই প্রাচীন সমুদ্রের উপস্থিতি ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহ একসময় আরও বাসযোগ্য ছিল। ঝুরং রোভারের ২০২১ সালের মে মাসে ছয়টি বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে মঙ্গলে অবতরণ করে। অবতরণের পরে এক বছর পরে শীতনিদ্রায় চলে যায় ঝুরং।

বাংলাদেশ গ্লোবাল/জেএস





সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন