ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, "জিয়াউল আহসানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যার মধ্যে অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের ঘটনা রয়েছে। তদন্ত সংস্থা ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং তিনি গ্রেপ্তার আছেন।"
চিফ প্রসিকিউটর বলেন, এনটিএমসির সাবেক ডিজি ও বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকা- ও গুমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত সংস্থা ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। বাকি তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে আরো জানা যাবে। তিনি গ্রেফতার আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কার মাধ্যমে তিনি এ হত্যাকা-গুলো ঘটিয়েছেন সেটা জানার স্বার্থে আইন অনুসারে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন। নির্ধারিত তারিখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
এর আগে, গত ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com