ঢাকা      বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
শিরোনাম

রোহিঙ্গা যুবক আটক, আগ্নেয়াস্ত্র ও ১ লাখ ইয়াবা জব্দ

IMG
13 November 2024, 3:51 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবা, ১টি একনলা বন্দুক ও ১ রাউন্ড গুলিসহ মো.নুর রশিদ (২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ওই সময় পাচারের কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা যুবক টেকনাফের হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১৩ এর মৃত সলিমুল্লাহর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। রাত সোয়া ৯ টায় টহলদল তিনজন লোককে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের মধ্যে নৌকায় থাকা ২ জন নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর একজন চোরাকারবারীকে টহলদল নৌকাসহ আটক করতে সক্ষম হয়।

পরে টহলদল নৌকাটি তল্লাশি করে আটক চোরাকারবারির কাছ থেকে একটি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি এবং নৌকার পাটাতনে রক্ষিত দুটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

পরে আটককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি লেদা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি ক্যাম্পের আবুল কালাম ডাকাত দলের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আটক আসামিকে জব্দ ইয়াবা, অস্ত্র, গোলাবারুদ ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন