এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় জেরে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসানকে আটক করেছে পুলিশ। মারুফ হাসান উপজেলার শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাংলােদেশ গ্লোবালকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫) ও পৌর যুব জামায়াতের বাইতুল মালের দায়িত্বরত ফুল মিয়া’র (৩৫) নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে চারমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতন্ডা শুরু হয়। পরে মারুফ ফোন করে তার বন্ধুসহ দলবল নিয়ে ধারালো ছুরি হাতে ফুল মিয়াকে মারতে যান। ঘটনার সময় পাশে থাকা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে এসে মারুফকে বাঁধা দেন। এসময় মারুফ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করেন। এতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসান নামের এক যুবক এলোপাথারি ছুরিকাঘাত করেন। এতে দোকান মালিকসহ বিএনপি-জামায়াতের ৬ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম রাজু, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিন। এ ঘটনার প্রতিবাদে আহতদের সমর্থনে জামায়াত ও জাসাসের নেতাকর্মীরা রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com