ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সেনাবাহিনীর নাম ব্যবহার করে ঝুট (পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসার নামে প্রতারণা রোধে জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে, তাহলে ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ ও ০১৭৬৯০৯৫২০৯ মোবাইল ফোন নম্বর কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com