এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের অন্যরকম উন্মাদনা। এমন অবস্থা হয়েছে যে, আজকাল বিশেষ উৎসব তথা ঈদ-কোরবানি বা দুর্গাপূজা ছাড়া শাকিবের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দেখাই মেলে না। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। নেই বিশেষ কোন উৎসব, তবুও রুপালি পর্দায় ফিরেছেন ঢালিউডের এই মেগাস্টার। অনেক আলোচনা-সমালোচনা পেরিয়ে আজ মুক্তি পেলো অনন্য মামুনের ‘দরদ’ সিনেমা। সিনেমাটি আজ শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে। সাংবাদিকদের এ তথ্য জানান নির্মাতা অনন্য মামুন।
সিনেমাটি মুক্তির বিষয়ে মামুন বলেন, প্রথম সপ্তাহে দেশের ৮৩টি হলে মুক্তি দেয়া হয়েছে ‘দরদ’, যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে। এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মামুন। রোম্যান্টিক থ্রিলার ধর্মী সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন চৌহান। ‘দরদ’ সিনেমাটি মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে এই অভিনেত্রী আহ্বান জানিয়ে বলেন, ‘দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভ স্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।’
দুই দেশের যৌথ প্রযোজনায় ‘দরদ’-এর সিনেমার হিন্দি সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘দার্দ’। শাকিব-সোনাল ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া ও ইমতু রাতিশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com