ঢাকা      সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক

IMG
16 November 2024, 11:43 AM

রাঙামাটি, বাংলাদেশ গ্লোবাল: রাঙামাটির বরকল উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ছোটহরিণা থেকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন: সুরেশ চাকমা (৩৯), অরংখান চাকমা। তারা ভারতের মিজোরাম প্রদেশের লুংলে জেলার ক্লাবুং থানার (দিমাগরী) ত্রিপুরা ঘাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাঙামাটি বিজিব ‘র সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান সাংবাদিকদের জানান, ভারতীয় নাগরিকদের সাথে যারা সহযোগী ছিল; তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবি’র ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের সঙ্গে যারা সহযোগী ছিলেন; তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবি’র ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন