ঢাকা      রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

প্রিন্সিপালের অনুরোধে রাস্তা ছাড়ল রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

IMG
17 November 2024, 1:46 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রিন্সিপাল ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদের অনুরোধে রাস্তা ছাড়ল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। তবে শিগগিরই দাবি আদায় না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর রোড অবরোধ করে শিক্ষার্থীরা।

বেলা সোয়া ১২টায় প্রিন্সিপাল শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।

প্রিন্সিপাল কাজী শামীম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের দাবির কথা ওপর মহলে পৌঁছে দিয়েছি। তাদের দাবির বিষয়ে আমার পর্যায় থেকে কিছু করার নেই। আমি শিক্ষার্থীদের অনুরোধ করেছি রাস্তা বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে। ইতোমধ্যে অনেক যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা আমার অনুরোধে রাস্তা থেকে সরে এসেছে।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রভাতী ও দিবা শাখায় শিক্ষাদান করা হয়। তৃতীয়, সপ্তম ও নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।

শিক্ষার্থীরা জানান, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, এই পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে। এরই প্রেক্ষিতে সড়কে নামেন তারা।

শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে গেলেও দাবি না মানলে পরবর্তীতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন