ঢাকা      রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করা সেই যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

IMG
17 November 2024, 5:53 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ করা এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুুুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। এর আগে গত শুক্রবার ভোরে নওগাঁর মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিরা মিলে গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর তিনি গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে এলে পুলিশ তাকে গ্রেফতারের তৎপরতা চালাতে থাকে। এর প্রেক্ষিতে গত শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে জাহাঙ্গীরের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের সেই ক্লিপটি তার ফেসবুক একাউন্টে খুঁজে পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। তার রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সাথে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাবাদ করা হবে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন