ঢাকা      বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

সূচক ঊর্ধ্বমুখী, আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮৪ কোটি

IMG
18 November 2024, 10:50 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৮৪ কোটি টাকা।

আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়েছে। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ দশমিক ৮৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৫০ দশমিক ১৮ পয়েন্টে ও ১ হাজার ১৮৭ দশমিক ৯৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮২ দশমিক ৫৪ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ০২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৯৩ দশমিক ৩০ পয়েন্টে ও ৯ হাজার ৬৮ দশমিক ২৫ পয়েন্টে।

আর সিএসআই সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৫৫ দশমিক ৪৩ পয়েন্টে ও ১ হাজার ১৩৮ দশমিক ৪৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৩৯ দশমিক ২৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ২২ লাখ ৫০ হাজার টাকার।

লেনদেন হওয়া ২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টি কোম্পানি শেয়ারের, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন