ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

তথাকথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে সিটিটিসি

IMG
26 November 2024, 10:31 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তথাকথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।

গত সোমবার রাত ৮:১৫ টায় ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে রাত ৮:১৫ টায় শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক।

গ্রেফতারকৃত মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন