ঢাকা      রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
শিরোনাম

মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই: স্বাস্থ্য উপদেষ্টা

IMG
27 November 2024, 2:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই। এরই ধারাবাহিকতায় আমরা স্বৈরাচার হাসিনারও পতন ঘটিয়েছি।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরকেই তো আমরা শ্রদ্ধা করব। আজকে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে আজকের এই দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে, আমি চাই বাংলাদেশের আর কোন মা যেন তার সন্তানকে না হারায়। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুকটা খালি হয়েছে। এই কষ্টটা আর কোন মায়ের পাওয়া উচিত নয়। কাজেই যার যার জায়গা থেকে দেশটা ভালো থাকুক আমরা এইটাই চাই।

এ সময় স্বাস্থ্য বিষয়ক মাননীয় বিশেষ সহকারী(প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস


সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন