ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

IMG
28 November 2024, 12:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় লালমনিরহাটের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে জামিন দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানান, ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ এ আদেশ দেন।

গত ৮ অক্টোবর ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে ঊর্মির বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মিডিয়া কো-অর্ডিনেটর আবু হানিফ বাদী হয়ে মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলাটি গ্রহণ করে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ অক্টোবর শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন তিনি। তার মন্তব্যের কারণে সরকারে স্থিতিশীলতা নষ্ট হওয়ার এবং সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ করে জনমনে ভয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন