ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

বিজিবির অভিযানে কুমিল্লা সীমান্ত থেকে ২৫ হাজার টাপেন্টাডল মাদক জব্দ

IMG
29 November 2024, 9:29 AM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার পাঁচথুবি ও গোলাবাড়ি পোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ হাজার টাপেন্টাডল মাদক ও ৯৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে এসব মাদক জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ সকাল ১০টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের একটি দল সীমান্তবর্তী পাঁচথুবি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ২৫ হাজার টাপেন্টাডল বড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য ৫০ লাখ টাকা।

অপর দিকে একই ব্যাটালিয়নের একটি টহল দল গোলাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্যের দাম ৩ লাখ ৯৫ হাজার টাকা। এসব মাদক ভারত থেকে বাংলাদেশে আনার প্রস্তুতি নিচ্ছিলেন মাদক কারবারিরা।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন