ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চলমান ইস্যু নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙ্গে দেয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই।’
বৃহস্পতিবার সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর আরো বলেন, ‘সবাইকে সর্তক থাকতে হবে। আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে পালিয়েছে। এমন নেতাদের পেছনে নেমে বার বার জীবনকে ধ্বংস করবেন না, এদের মাধ্যমে আমাদের দেশকে বার বার অশান্তি তৈরী করবে। আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করবো, এটা হতে পারে না। ১৯৭১ সালের দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত ৫ আগস্টও আপনারা দেখেছেন। এ দেশ আমার ও আমাদের। এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, রক্ত দিবো, জান দিবো। দেশ রক্ষার জন্য রাজপথে নামবো, এতে কোন সন্দেহ নাই।’
বাংলাদেশের সব শ্রেণির মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বার বার আমাদের ব্যবহার করা হয়েছে, বার বার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি। আর কখনই আমরা পরগাছা হতে চাই না। বাংলার জমিনে ভোট ভিক্ষা চেয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যারাই বার বার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নয়। ওদের কাছে জানের কোন মায়া নেই, তাই রাস্তায় নামলেই গুম করেছে আয়নাঘরে নিয়ে। খুন করেছে, মায়ের কোল খালিও করেছে। আবার ক্ষমতায় আসতে পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে, আমাদের দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জালাবার নীলনকশা নিয়ে কাজ করছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হকসহ অনেকেই।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com